অবসরপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো রফিক উদ্দিন ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি সোমবার সকাল ৯টার দিকে সিলেট মহানগরীর দরগা মহল্লা এলাকার পায়রা ১০১ নম্বর ভাড়া বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে বাংলাদেশ ব্যাংকে যান। সকাল ১০টার দিকে সেখান থেকে বের হবার পর থেকে তার কোন সন্ধান মিলছেনা।
মো রফিক উদ্দিনের স্থায়ী ঠিকানা জকিগঞ্জ উপজেলার খিলগ্রামে। তার বয়স ৬৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, পরনে ছিল সার্ট ও পেন্ট। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
তার নিখোঁজের ব্যাপারে সিলেট কোতয়ালি মডেল থানায় জিডি এন্ট্রি (নম্বর ১৩০৭/১৭.০৭.১৭) দেয়া হয়েছে। কেউ যদি তাকে কোথাও দেখেন বার তার সন্ধান পান তাহলে ০১৬৭৫৮৬৯৮৯৭-এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply