সরকারের পদত্যাগের একদফা দাবিতে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার জন্য সিলেটবাসীর প্রতি বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী আহবান জানিয়েছেন।
জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দেশকে বাঁচাতে ও এই সরকারের পদত্যাগ নিশ্চিত করতে চলমান অবরোধ ও হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল উপজেলা, পৌর ও মহানগরীর সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি এ আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply