সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির ডাকে তৃতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রজব আহমদ সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, মামলা-হামলা ও গ্রেফতার-নির্যাতন করে চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা।
তারা অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেনৎ অন্যথায় জনরোষে পড়ে সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply