NATIONAL
April 17 is the historic Mujibnagar Day : On this day in 1971 the Bangladesh government took the oath
সংবাদ সংক্ষেপ
দিরাইয়ে মাঠ ভরা সোনার ধান ঘরে তোলার উৎসব || ভারি বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ-উৎকণ্ঠায় কৃষকেরা রাজনৈতিক বৈরী পরিবেশেও বিএনপি বহু আগে থেকে সংস্কারের কথা বলছে : ফেঞ্চুগঞ্জে কাইয়ুম চৌধুরী নাশকতা মামলায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ জুয়েল গ্রেফতার বালাগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আগাম বন্যার প্রস্তুতিমূলক সভা মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত || আহত ১৩ জন || ২ শিশুকে ঢাকায় প্রেরণ মুজিবনগর দিবস উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের আলোচনা সভা ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার মেধাবী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান জকিগঞ্জ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক বদরুল হক খসরুর স্মরণসভা বিজিবি আটক করেছে অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও মহিষ সহ চোরাচালানী মালামাল সিলেট বিএনপি এখনো এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অপেক্ষায় : কাইয়ুম চৌধুরী লন্ডনে বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরীর সঙ্গে প্রবাসীদের মতবিনিময় সিকৃবিতে আন্তঃ লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ বানিয়াচঙ্গের হাওরে বোরো ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত সিলেটে জলবায়ু মেলা || মরুভূমিকরণের দিকে এগোচ্ছি নিজেদের সৃষ্ট কর্মকাণ্ডের কারণে ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোয় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি কাল

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আরেকটি কৃষ্ণকাল অতিক্রম করলো বাংলাদেশ

  • বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ আরেকটি কৃষ্ণকাল অতিক্রম করলো। এমন অন্ধকার সময় আগেও এসেছিলো-১৯৭৫ সালে, ১৯৮২ সালে, ১৯৯৬ সালে, ২০০১ সালে, ২০০৪ সালে, ২০০৬ সালে, ২০১৪ সালে ও ২০১৮ সালে। প্রতিবারই রাষ্ট্রবিরোধেী চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করেছে বাঙালি। অর্জন করেছে বিজয়। কেননা, ত্রিশ লাখ শহীদের উত্তরাধিকার বহন করছে এ জাতি। বারবার প্রমাণ করেছে, ‘এক মুজিব লোকান্তরে-লক্ষ মুজিব ঘরে ঘরে’ এ কেবল রাজপথের স্লোগান নয়।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ-এমন দেশে সরকারি চাকরির ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি কোটা কখনওই যৌক্তিক হতে পারে না। এই প্রথা বাতিল না হোক অন্ততঃ সংস্কার অপরিহার্য। তাই বাঙালি জাতির প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রসৈনিক ছাত্রসমাজ কোটা সংস্কার দাবিতে রাজপথে নামলো। সমর্থন পেলো-সহানুভূতি পেলো গণমানুষের। ইতিবাচক সাড়া পেলো সরকারের নিকট থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা কোটা পদ্ধতিই বাতিল করে দিলেন; কিন্তু ‘বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে’ দাবি করে বিষয়টিকে নিয়ে যাওয়া হলো উচ্চ আদালতে। উচ্চ আদালত কোটা প্রথা বহাল রাখায় কোটা বাতিল সংক্রান্ত সরকারি পরিপত্র আর কার্যকর হলো না। তবে সরকার হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করলো।
এ অবস্থায় নতুন করে আন্দোলনে নামলো ছাত্রসমাজ। সময় বেঁধে দিতে থাকলো ঘণ্টা-দিন করে। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হলো, সর্বোচ্চ আদালতের রায়ের দিন ৭ আগস্ট (২০২৪) পর্যন্ত অপেক্ষা করার জন্যে; কিন্তু ফলাফল শূন্য। যেমন ছাত্রসমাজ তেমনি সরকারও নিজের অবস্থান থেকে চুল পরিমাণ সরলো না। উল্টো দুদিক থেকেই হুঙ্কার উঠতে থাকলো।
এই সুযোগে মধ্যরাতে স্বরূপে আবির্ভুত হলো নব্য ‘রাজাকার’ দল। তখনই নিশ্চিত হওয়া গেলো, মাঝখানে তৃতীয়পক্ষ ঢুকে পড়েছে। তবে ছাত্র সমাজের বোধোদয় হতে পার হয়ে গেলো অনেকটা সময়। অন্যদিকে সরকার ও সরকার দলের দ্বিতীয় স্তরের দাম্ভিক নেতৃত্ব থেকে আত্মঘাতি নির্দেশনা চলে গেলো বাঙালির অহংকারের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কাছে। অতএব যা হওয়ার তাই হলো-হামলা হলো, প্রতিরোধ হলো, রক্ত ঝরলো, যা ঘটনোর জন্যে সেই তৃতীয়পক্ষ কয়েক বছর ধরে ফন্দি-ফিকির করছিলো।
এই তৃতীয়পক্ষ কে তা নতুন করে দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। প্রথমেই রাষ্ট্রীয় টেলিভিশন ভবন এবং পরবর্তী সময়ে বিশ্বজুড়ে তাক লাগানো উন্নয়ন স্মারকগুলো নিশ্চিহ্ন করার মতো হিংস্রতা থেকেই এ চক্রের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।
বাংলাদেশ আবারও সকল চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ঘুরে দাড়িয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত আর দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতার সুবাদে। তবে চিহ্নিত তৃতীয়পক্ষ বসে নেই-এ কথা ভুলে গেলে চলবে না।
ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুতরাং দেশবাসী বিশ্বাস রাখতে চান, শত মৃত্যুর কারণ উদঘাটনসহ পুরো তাণ্ডলীলার সঙ্গে জড়িতরা চিহ্নিত হবে, উপযুক্ত বিচারের মুখোমুখি হবে এবং প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।
একই সঙ্গে দেশবাসীর দেখার আকাঙ্ক্ষা, সরকার ও সরকার দলের কারও অপরিণামদর্শিতা যদি এই অপকর্মের জন্যে বিন্দুমাত্র দায়ী হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি যতই প্রভাবশালী হয়ে থাকুন না কেন অবশ্যই বিচারের আওতায় আসবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest