নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার পাঠানপাড়ার আতিয়া মহলে জঙ্গি বিরোধী বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন টুয়াইলাইট সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় জালালাবাদ সেনানিবাসে আহুত সংবাদ সম্মেলন সামরিক গোয়েন্দা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান চর দিনের এই সফল অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
তিনি জানান, যে চারজন জঙ্গি আতিয়া মহালে নিহত হয়েছে তারা উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত এবং উন্নতমানের অস্ত্রে সজ্জিত ছিল। এছাড়া তাদের হাতে প্রচুর বিস্ফোরক ছিল, যা দিয়ে এ ধরনের একটি ভবন উড়িয়ে দেয়া যায়।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, অভিযানকালে চার জঙ্গির মৃত্যু হয়েছে। সোমবার এক নারী ও এক পুরুষ জঙ্গির লাশ হস্তান্তর করা হয় পুলিশের কাছে। মঙ্গলবার অন্য দুই জনের লাশ ও আতিয়া মহল পুলিশকে বুঝিয়ে দেয়া হয়। এসব জঙ্গির পরিচয় জানতে পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনা বাহিনীর প্যারা কমান্ডোরা অভিযানে অংশ নেন।
এদিকে সোমবার পুলিশের কাছে হস্তান্তর করা লাশ দুইটির ময়নাতদন্ত মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়।
Leave a Reply