নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাবের অপারেশন ‘ক্লিয়ার আতিয়া মহল’ শেষ। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব ৯ অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমদ সাত দিনের এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
তিনি জানান, আতিয়া মহল সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক জানান, র্যাব বোমা নিষ্ক্রিয়কারী দলের এই অভিযানকালে আতিয়া মহল থেকে ৯টি অবিস্ফোরিত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। এছাড়া পাওয়া গেছে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ উপকরণ; কিন্তু কোন অস্ত্র পাওয়া যায়নি। জঙ্গিদের মধ্যে একজন সম্ভবত বিস্ফোরক তৈরিতে পারদর্শী ছিল।
তিনি জানান, র্যাবের অপারেশন ক্লিয়ার আতিয়া মহলের অভিজ্ঞতা ভবিষ্যতে জঙ্গি দমনে দিক নির্দেশনা হয়ে থাকবে।
লে কর্নেল আলী হায়দার আজাদ আহমদ উল্লেখ করেন, আতিয়া মহল বিল্ডিং কোড অনুসারে নির্মাণ করা হয়নি।
এ দিকে সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় ভবনটির ভাড়াটেদেরকে তাদের ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেয়া হবে।
Leave a Reply