সিলেটে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংস্থা কারামুক্ত দুই মহিলাকে সেলাই মেশিন প্রদান করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মো আমিনুর রহমান। বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, এডিএম আবু সাফায়াত মুহাম্মদ সাহেদুল ইসলাম, মো জহির উদ্দিন আমীন, মো আবুল কালাম, মো আজহার উদ্দিন জাহাঙ্গীর, সাজ্জাদুর রহমান সুজ্জাদ, সেলিম আউয়াল, হেলেন আহমেদ, মো সিরাজুল ইসলাম, মো আলী হায়দার ভূঁইয়া, আব্দুল বাতিন ফয়সল, মো মোস্তফা কামাল, মো জাহাঙ্গীর হোসাইন, মো সালেহ আহমদ, সোয়েব আহমদ ও মো জাহিদ সারওয়ার। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক তমির হোসেন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংস্থার সেলাই প্রশিক্ষক শাহিনা বেগম, সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাছিমা বেগম, রিমা আয়েশা সিদ্দিকা রিমা, বিলকিস বেগম, আনারকলি, বীথি রানী দাস প্রমুখ।
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংস্থার সদস্য সিরাজুল ইসলাম ও হেলেন আহমদের সৌজন্যে এ সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন প্রাপ্তরা হচ্ছেন খাদিমনগরের রুজি বেগম ও লালাবাজারের শাহিনা আক্তার নীলা।
Leave a Reply