হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী জেলাবাসীকে আশ্বস্ত করেছেন, কোথায়ও অপরাধ সংঘটিত হলে কিংবা অপরাধীদের সন্ধান দিলে তথ্যদাতার নাম গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসপি আরো জানিয়েছেন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীসহ সকলের সহযোগিতা নিয়ে তিনি হবিগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে পরিচিত করতে চান।
নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বিকেলে নিজের কার্যালয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা জেলার সম্ভাবনার পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার-প্রশাসন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার-হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার-মাধবপুর সার্কেল মহসীন আল-মুরাদ, ডিআইও-ওয়ান সৈয়দুল মোস্তফা, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী, ডিবির অফিসার ইনচার্জ মো আল-আমিন ও টিআই অ্যাডমিন মো হোসেনুজ্জামান।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখের সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী ও যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর।
Leave a Reply