হবিগঞ্জ প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন। তবে যারা অপরাধী তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে ধর্ম পালন করছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রীশ্রী শচী অঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
প্রধান বিচারপতি বলেন, একটি পক্ষ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করেছিল; কিন্তু প্রশাসনের শক্ত পদক্ষেপের কারণে সফল হয়নি।
অন্য ধর্মের অনুসারীদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই।
Leave a Reply