নিজস্ব প্রতিবেদক : সারাদশের মতো সিলেটেও এবার অন্যরকম পরিবেশ ও পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
‘করোনা’ দুর্যোগের কারণে এবছর ঈদগা বা খোলা মাঠে জামাতের আয়োজন করা যায়নি। নামাজ আদায় করা হয়েছে মসজিদে মসজিদে। অধিকাংশ মসজিদেই একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি মসজিদে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের নামাজ আদায় করা হয়। সবাইকে বাসায় ওজু করে টুপি ও জায়নামাজ নিয়ে যেতে হয়। মসজিদগুলোতে আগে ছিটানো হয় জীবাণুনাশক। এছাড়া সাবানপানিতে হাতধোয়ার ব্যবস্থা রাখা হয়।
প্রতিটি জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মা সহ বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ‘করোনা’ থেকে দ্রুত মুক্তির জন্যে মোনাজাত করা হয়।
সিলেটে এবার হযরত শাহজালাল (র) দরগা মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply