খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলন আজ শুক্রবার, ৩ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।
মহাসম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিভিন্ন অধিবেশনে মহাগ্রন্থ পবিত্র আল কুরআনের উদ্ধৃতি দিয়ে উলামায়ে কেরামগণ বলেন, আরবে অন্ধকার যুগে আলোর বিকরণ ঘটিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহম্মদ (সা)। যখন বিশ্বনবীর আগমন হয়েছিল তখন মানবতার কোন লেশ ছিলনা। নিজ ঔরসজাত সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যুগ যুগ যুদ্ধ-বিদ্রোহে লিপ্ত থাকতো বর্বর জাতিরা। দাঙ্গ-হাঙ্গামা ছিল তাদের জন্য ডাল-ভাত। গোষ্ঠীগত দ্বন্দ্ব ছিল তাদের ঐতিহ্যের ব্যাপার। তাদের কাছে সামাজিকতার কোন বালাই ছিল না। খুন, ধর্ষণ ও মদ পান ছিল ছেলেখেলার মতো। এ বর্বর জাতিকে আলোর পথ দেখিয়ে ছিলেন দ্বীন ইসলামের দাওয়াতের মাধ্যমে হযরত মুহম্মদ (সা)।
তারা বলেন, পুরো বিশ্বে এখন মানবতা হুমকির মুখে। বিশেষ করে মুসলমানদের ওপর চলছে জুলুম নির্যাতন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং অন্ধকার সমাজকে আলোকিত করতে হলে বিশ্বনবীর আদর্শের বিকল্প নেই।
উলামাগণ ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভের জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদের (সা) আদর্শ অনুসরণ করে চলার জন্য আহবান জানান।
তাফসির মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খাদিমুল কোরআন পরিষদ সিলেটের সভাপতি, জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী।
মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী ‘মাযহাবের প্রয়োজনীয়তা’ বিষয়ে, মুফতি রশীদুর রহমান ফারুক পীর ছাহেব বরুণা ‘আত্মশুদ্ধির মাধ্যমে সমাজকে আলোকিত করুন’ বিষয়ে, মাওলানা নূরুল ইসলাম খান ‘খতমে নবুওত এবং বিশ্বাস ইসলামের অপরিহার্য শর্ত’ বিষয়ে, মাওলানা তাফহীযুল হক হবিগঞ্জী ‘স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক’ বিষয়ে এবং মাওলানা শরীফুদ্দিন কাসেমী ও মাওলানা মুফতি নাসিরুদ্দীন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান করেন।
তাফসির মাহফিলের শেষ পর্যায়ে বিশ্বমুসলিমের সার্বিক কল্যাণ ও মরহুমদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনজাত অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply