নিজস্ব প্রতিবেদক : ‘দ্বীনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাঁইটা যায়/ হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়’, ‘মায়াবিনী কালনাগিনী, মায়াবিনী কালসাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়/ পুরুষ মরলো ব্যবিচারে নারী কিন্তু দোষী নয়’, ‘ঝাঁকে উড়ে আকাশজুড়ে দেখতে কি সুন্দর/ জালালের জালালী কইতর’ এমনই অনেক কালজয়ী গানের স্রষ্টা বাউল শাহ আব্দুল হামিদ জালালী (আব্দুল হামিদ) এখন নির্বাক। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন শুধু। তবে ইশারা বুঝেন। হাসতে বললে নিঃশব্দ হাসি উপহার দেন প্রিয়জনদের। খাওয়া বলতে তরল কিছু। কয়েকদিন ধরে এমন অবস্থায়ই আছেন। তাই আসর মাতানো আর মঞ্চ কাঁপানো কণ্ঠে আর সুর উঠছেনা।
মঙ্গলবার মধ্যরাতে মোবাইল ফোনে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন, তার বড় মেয়ে সাংবাদিক সুবর্ণা হামিদ। জানালেন, তাকে সন্ধ্যার পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আম্বরখানা বড়বাজারের বাসায় নিয়ে আসা হয়েছে। আগের থেকে তিনি কিছুটা ভাল আছেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেওয়া নির্দেশনার সঙ্গে প্রখ্যাত চিকিৎসক মতিউর রহমানের কিছু পরামর্শক্রমে বাসায়ই চিকিৎসাসেবা চলছে।
বাউল শাহ আব্দুল হামিদ জালালীর চতুর্থবার ‘স্ট্রোক’ হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই কথা ও সুর স্রষ্টার সুস্থতার জন্যে দেশে-বিদেশে থাকা ভক্তসহ সকলের দোয়া কামনা করা হয়েছে।
Leave a Reply