সত্তরতম জন্মদিনে অনুরাগীদের বিনম্র শ্রদ্ধা, আত্মিক ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ।
জন্মদিন উপলক্ষে সোমবার সকাল বেলা মহানগরীতে কবির বাসভবনে বসে কবিঅনুরাগীদের মিলন মেলা। সিলেটের কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা একত্রিত হয়ে তাকে শুভেচ্ছা জানান।
উপস্থিত সকলে মিলে কবির ৭০ জন্মবর্ষ পালন সহ উৎসব স্মারক প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক প্রকৌশলী মনোজবিকাশ দেবরায়, ছড়া পরিষদ সিলেটের সহ সভাপতি ছড়াকার অজিত রায় ভজন, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সহ সভাপতি কবি ও গল্পকার আনোয়ার হোসেন মিছবাহ, ঘাস প্রকাশনের কর্ণধার কবি নাজমুল হক নাজু, পারমিতা সিলেটের উপদেষ্টা ও প্রারম্ভিকা প্রকাশ সিলেটের প্রকাশক ধ্রুব গৌতম, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার মাসুদা সিদ্দিকা রুহী, গণসঙ্গীত শিল্পী সন্দ্বীপ দেব, কবি ও সাংবাদিক মেঘদাদ মেঘ প্রমুখ।
Leave a Reply