নিজস্ব প্রতিবেদক : পুলিশের অনুমতি না নেয়ায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের বিএনপিকে গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করতে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে জড়ো হলে পুলিশ তাদেরকে সরে যেতে বাধ্য করে।
পুলিশ জানায়, সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করার অনুমতি নেয়নি। তাই আইনশৃঙ্খলার অবনতির আশংকায় তাদেরকে এখানে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি ।
তবে পরে মহানগরীর সোবাহনিঘাটে আগ্রা কমিউনিটি সেন্টারে বিএনপি বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচি পালন করে।
Leave a Reply