অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দেয়ায় দেশে শিক্ষার হার বেড়েছে।
তিনি বলেছেন, অনুপ্রেরণা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে।
অর্থমন্ত্রী রবিবার দুপুরে সিলেট মহানগরীর রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট সদর উপজেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অর্থমন্ত্রী সন্তানদের সময় দিতে ও সব থেকে কাছের বন্ধু হতে বাবা-মার প্রতি আহ্বান জানান।
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক ও জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাহিয়ান কবির অর্পা।
অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার ১০৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
Leave a Reply