সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ ৮০তম জন্মজয়ন্তী ২৬ মে (শুক্রবার) মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে গঠিত অনিল কিষণ সিংহ ৮০ পূর্তি উদযাপন পর্ষদের প্রস্তুতি সভা রবিবার মদন মোহন কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উদযাপন পর্ষদের আহবায়ক ড আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জন্মজয়ন্তী উদযাপন সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উদীচী সিলেটের সহ সভাপতি বাদল কর, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, অধ্যাপক হোসনে আরা কামালী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, প্রথম দিনের সূর্যের সভাপতি কবি এনায়েত হাসান মানিক. দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়, সহ সভাপতি হিমাংশু রঞ্জন রায়, সংস্কৃতিকর্মী শামসুল বাছিত শেরো, আমিরুল ইসলাম বাবু, নীলাঞ্জন দাস টুকু, বিভাষ শ্যাম যাদন, মোস্তাক আহমদ, অদিতি দাস, রীমা দাস, উন্নয়নকর্মী নোংপোকলৈ সিনহা, নীলাঞ্জনা যুঁই, নন্দিতা দাস, শ্যামল ঘোষ, শান্তনা লৈমা, কবি ধ্রুব গৌতম, বিশ্বজিৎ দত্ত চৌধুরী, নৃপেন্দ্র সিংহ, নিজাম উদ্দিন আহমদ প্রমুখ।
Leave a Reply