নিজস্ব প্রতিবেদক : অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাতে কেউ দালালের প্রলোভনে প্রতারিত হয়ে মানবপাচারের শিকার না হয় সে লক্ষ্যে সিলেটে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান চলছে।
এর ধারাবাহিকতায় সিলেট মহানগরীর বন্দর বাজার এলাকায় বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০২১ (সংশোধিত) অনুযায়ী রংমহল টাওয়ারে অবস্থিত হুদা ট্যুর এন্ড ট্রাভেলসকে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, জেলার ট্রাভেল এজেন্সি সমূহের নিবন্ধন ও লাইসেন্স নবায়নের জন্য জেলা প্রশাসক মো মজিবর রহমানের নির্দেশনা অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত তিন মাসে মোট ৪০টি ট্রাভেল এজেন্সিকে নানা অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে প্রায় ৩ লাখ টাকা। এছাড়া বিভিন্ন মার্কেট সমিতির নেতৃবৃন্দকে নিজ নিজ মার্কেটের অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় আনার জন্য নোটিস করতে বলা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় সিলেট থেকে দেশের বিভিন্ন এলাকার মানুষ স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত করছে। এ ক্ষেত্রে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনেকেই দালালের প্রলোভনে প্রতারিত হয়ে মানবপাচারের শিকার হওয়ার আশংকা থাকে। তাই কেউ যাতে এমন পরিস্থিতির শিকার না হয় সে লক্ষ্যেই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, সিলেটে জাল ভিসা ও পাসপোর্ট এবং নকল ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিয়মিত প্রতারণা ও মানবপাচারের অভিযোগ বেশ পুরনো; কিন্তু কোথায় বা কার কাছে অভিযোগ করলে প্রতিকার পাওয়া যাবে সে বিষয়টি অনেকেরই জানা নেই। অথচ সরকার নিরাপদে শ্রম রপ্তানি ও অভিবাসী বাংলাদেশীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন এবং দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এর পরিপ্রেক্ষিতে প্রতারণা ও মানবপাচারের ব্যাপারে সিলেট জেলা প্রশাসনকে অবহিত করলে সুফল পাওয়া যাবে বলে জানা গেছে।
Leave a Reply