নিজস্ব প্রতিবেদক : অনাথদের কেউ নেই নয়-আসলে সবাই আছে। সিলেট সরকারি শিশু পরিবারের সদস্য বিপাশা আক্তার মুন্নীর নতুন জীবনের শুভলগ্নে তাই প্রমাণিত হলো। পিতৃ-মাতৃহীন এই মেয়েটির বিয়েতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আর জেলা পর্যায়ে প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠানে অন্য দশটি বিয়ের পারিবারিক অনুষ্ঠানের আমেজ ছড়িয়ে দেয়।
বিপাশা আক্তার মুন্নীর বিয়ে হলো সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর গ্রামের আব্দুল লতিফ মামুনের সাথে। এ উপলক্ষে শুক্রবার মহানগরীর রায়নগরে সরকারি শিশুসদনে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়। এতে যোগ দিয়ে বর-কনেকে শুভেচ্ছা জানান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, সিলটিভির পরিচালক আব্দুল জব্বার জলিল, খবরসবর সম্পাদক আল আজাদ, ইমজার সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাংবাদিক আফতাব চৌধুরী ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহিত চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply