নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির অনলাইন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর মধুবন সুপার মার্কেটে সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।
মতবিনিময়কালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মানুষ পরিবর্তনে বিশ্বাসী। আগামী ৩০ ডিসেম্বর দেশবাসী এই পরিবর্তন দেখবে।
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের গ্রেফতার সহ নানাভাবে হয়রানি করছে।
Leave a Reply