পর্যাপ্ত আয়োজনবিহীন অনলাইন ক্লাস বন্ধ করাসহ তিন দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদনমোহন কলেজ শাখা স্মারকলিপি দিয়েছে।
রবিবার এ স্মারকলিপি দেওয়া হয়। আর তা গ্রহণ করেন, অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন। এসময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সংগঠক পলাশ কান্ত দাস ও সাকিব রানা।
স্মারকলিপিতে পর্যাপ্ত আয়োজনবিহীন অনলাইন ক্লাস বন্ধ অথবা সকল শিক্ষার্থীর ডাটা চার্জ প্রদান, নেটওয়ার্ক সমস্যার সমাধান ও ডিভাইস প্রদান সহ অন্যান্য আয়োজন নিশ্চিত করা, মেস ভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন ও অর্থ বরাদ্দ এবং চলতি বছরের বেতন ফি মওকুফ করার দাবি জানানো হয়।
Leave a Reply