নব নির্বাচিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমানকে সিলেটে বসবারত কমলগঞ্জবাসী শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার রাতে তিনি হযরত শাহজালাল (র) ও শাহপরাণ (র) মাজার জিয়ারতে সিলেটে এলে হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান।
একই সাথে অধ্যাপক রফিকুর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্র্বাচিত করায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো সানোয়ার হোসেন, সহ সভাপতি রুহেল তরফদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কামরুল আই রাসেল, শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি মুহিবুল ইসলাম মিসবাহ, সিকৃবি ছাত্রলীগ নেতা সাকের আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা শিমু প্রমূখ।
Leave a Reply