নিজস্ব প্রতিবেদক : সিলেটের নন্দিত শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দের ৮৫ পূর্তি উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে পারমিতা সিলেট ও প্রারম্ভিকা প্রকাশ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রথমে অধ্যাপক বিজিত কুমার দেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর ছিল কেককাটা, আলোচনা ও ক্রেস্ট প্রদান।
আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক বিজিত কুমার দের সহপাঠী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন, আরেক সহপাঠী প্রবাসী ও লেখক নূরুল ইসলাম, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সভাপতিত্ব করেন, কবি পুলিন রায়। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠন দুটির পরিচালক কবি ধ্রুব গৌতম। পরিচালনায় ছিলেন, কবি সঞ্জয় নাথ সঞ্জু। স্বরচিত ছড়া পাঠ করেন নিরঞ্জন চন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যাপক বিজিত কুমার দের সহধর্মিনী সুজাতা দে, অন্য সহপাঠী সাবেক পৌর চেয়ারম্যান আ ফ ম কামাল, সাবেক উপাধ্যক্ষ সুষেন্দ্র কুমার পাল, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, অধ্যাপক গ ক ম আলমগীর, অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাহীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জোতির্ময় সিংহ মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
Leave a Reply