নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অধিকমূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহানগরীর টিলাগড়, মেজরটিলা ও শাহপরান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওয়ার্ল্ড টেল মিডিয়াকে ৩ হাজার টাকা, নাজিয়া এন্ড ইসরাত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, জব্বার ট্রেডার্সকে ১ হাজার টাকা ও সেবা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আমিরুল ইসলাম মাসুদ।
Leave a Reply