সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুর ২টায় ক্যাম্পাসে এই কর্মসূচ পালন করে শিক্ষার্থীরা। এসময় তারা কলেজ শিক্ষক মিলনায়তন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষকদের প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
পরে বিকেলে প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়া হয়। তবে শিক্ষার্থীরা ঘোষণা করে, অতিরিক্ত ফি আদায় বন্ধ না হলে বুধবার থেকে অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হবে।
তারা জানায়, এবার হাওরে ফসলহানির কারণে অনেক দরিদ্র শিক্ষার্থী টাকার অভাবে পরীক্ষা দিতে পারছেনা। তাই বেতন ছাড়া অন্যান্য ফি নেয়া বন্ধ রাখতে হবে।
Leave a Reply