নিজস্ব প্রতিবেদক : সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজির র্যাংক ব্যাজ পরিধান করেছেন।
পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভের আনুষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ তিনি এই র্যাংক ব্যাজ পরিধান করলেন।
মঙ্গলবার বিকেলে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন, ডিআইজি অব পুলিশ মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
অতিরিক্তি ডিআইজি মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম এক ফেসবুক বার্তায় ১৪ জুন দিনটি তার জীবনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন।
তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব এবং বাংলাদেশ পুলিশের আইজিপি সহ সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
Leave a Reply