NEWSHEAD

অতিবর্ষণ ও উজানের ঢলে মাধবপুরে ধান ও সবজির ব্যাপক ক্ষতি

Published: 01. Jun. 2019 | Saturday

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সবজি ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক বানের পানিতে চলে গেছে অনেক পুকুরের মাছ। এছাড়া কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ও আন্দিউড়া ইউনিয়নে নিচু জায়গাগুলো প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে আলাবক্সপুর, কমলানগর, সাতপাড়িয়া, বহরা, মনোহরপুর, কালিকাপুর ও হরিণখোলা গ্রামে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধান ও নানা রকম সবজির। মাটির বেশকিছু ঘরও ভেঙ্গে পড়েছে।
কৃষকরা জানান, শুক্রবার রাত থেকে অতিবর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে এই পরিস্থিতি হয়েছে।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এই পরিস্থিতিতে ৫ হেক্টর আউশ ধানের ক্ষতি হতে পারে। এছাড়া ৭ থেকে ৮ হেক্টর জমির সবজি ক্ষতির আশংকা রয়েছে।

Share Button
December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

দেশবাংলা