নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত আলোচনা সভায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের প্রতি আরো দায়িত্বশীল হতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন সমূহের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। সভাপতিত্ব করেন, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক, সৈয়দা ফেরদাউস আক্তার। স্বাগত বক্তব্য জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালত নিরাস রঞ্জন দাস।
Leave a Reply