সিলেট সিটি মডেল স্কুলের প্রিন্সিপাল সুকেশ রঞ্জন তালুকদার বলেছেন, অচ্যুত চরণ চৌধুরী ছিলেন সিলেটের ইতিহাস সংগ্রহের উজ্জ্বল নক্ষত্র। তার সৃষ্টিশীল কর্ম মানুষ যুগযুগ ধরে স্মরণ রাখবে।
শনিবার সন্ধ্যা ৭টায় মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সিলেট মোবাইল পাঠাগারের নিজস্ব কার্যলয়ে সংগঠনের ৭৯৩ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে এতে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন পাঠাগারের সচিব ছড়াকার আব্দুস সাদেক লিপন। সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক।
এছাড়া লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি সয়ফুল আলম পারুল, ছড়াকার কবির আশরাফ, কবি কামাল আহমদ, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন, কবি মকসুদ আহমদ লাল, কবি কাজী আদম, গীতিকার সাজিদুর রহমান, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানবীর আদনান প্রান্ত, কলেজ ছাত্র তুষার স্বদেশ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply