নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, অচিরেই সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। তখন ওয়াইফাই সেবা দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সহজেই পাওয়া যাবে। এ লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে।
শনিবার দুপুরে মহানগরীর মিরাবাজারে মডেল হাই স্কুলে তার সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ রাখাইনে রোহিঙ্গাদের শীঘ্রই ফেরত পাঠাতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মডেল হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও এনজিও সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ড আহমদ আল কবীর।
Leave a Reply