সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম আরও গতিশীল করতে অচিরেই উপজেলার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
বুধবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ সমশের সিরাজ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপপ্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সদস্য অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহিন, সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মাসুদ উদ্দিন আহমদ, আব্দুল মতিন, উপজেলা নেতা বশির মিয়া, আব্দুল আহাদ, ফয়জুল করিম হেলাল, রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, নেছার আলী, তপন চন্দ পাল প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply