নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর দেশে স্বাধীনতা বিরোধিরা থাকতে থাকতে পারেনা। তাই অচিরেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।
মৌলভীবাজারে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শুক্রবার রাতে স্থানীয় শহীদমিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মৌলভীবাজার চেম্বার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
আলোচনা সভা শেষে জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ ৩০টি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সম্মাননা তুলে দেন।
Leave a Reply