কানাইঘাট প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধু সারাজীবন নির্যাতিত নিপীড়িত মানুষের জন্যে কাজ করে গেছেন। এখন তার কন্যার নেতৃত্বে দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে।
আওয়ামী লীগ দুর্নীতিবাজদের কোন প্রকার আশ্রয়-প্রশ্রয় দেয়না বলে দাবি করে আহমদ হোসেন বলেন, দলের ভিতর শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সোমবার বিকেলে কানাইঘাট পুর্ব বাজারে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও অন্যতম নেতা নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দলের আরেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
Leave a Reply