সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ডের কায়স্থরাইল এলাকায় (কায়স্থরাইল মাঝ বাড়ি) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে ২ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক।
বৃহস্পতিবার সকালে সিসিকের প্রধান নির্বার্হী কর্মকর্তা এনামুল হাবীব ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সংরক্ষিত আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সিসিকের হিসাব শাখার আব্দুল হামিদ ও পরিবহণ শাখার প্রধান আবুল ফজল খোকন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম আহমদ, সিরাজ উদ্দিন, আনসার উদ্দিন, সালেহ উদ্দিন, আবুল আহমদ, হাফিজুর রহমান, শাহাব উদ্দিন ও আব্দুল মুমিন। প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
Leave a Reply