গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি মো আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর আহবায়ক মাছুম আহমদ, যুগ্মআহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাশ ও সদস্য সচিব শ্যামল কপালী সাম্প্রতিক অকাল বন্যা ও দ্রব্যমূল্যের উর্ধগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজির কারণে দেশে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে। দিনে দিনে নিম্নআয়ের মানুষেরই শুধু নয়-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরেও চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দ্রব্যমূল্যের এই লাগামহীন উর্ধগতির কারণে দেশের সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে সেই সময়ে অকাল বন্যায় ডুবে যাচ্ছে সিলেট মহানগরী সহ সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষের ঘরবাড়ি; কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছে না।
নেতৃবৃন্দ সাম্প্রতিক আকস্মিক বন্যা ও দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply