সিলেটে অকাল প্রয়াত যুব রাজনীতিবিদ, যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা ও সমাজকর্মী অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমদ জালালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ১৮ অক্টোবর বিকেলে তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বৃক্ষ রোপণ, খতমে কোরআন, দোয়া মাহফিল ও শিরণি বিতরণের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমার ধরাধরপুরে মঈনুদ্দিন আহমদ জালালের বাড়ি জালাল অন্তরে তার মৃত্যুর ৬০ মাস পূর্ণ হওয়ায় তাকে স্মারণ করে ৬০টি ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। বাদ আসর পারিবারিকভাবে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও শিরণি বিতরণের। এর আগে প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, জাসদ নেতা সোলেমান আহমদ, অ্যাডভোকেট ইশফাক বখত কচন, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখর, সিপিবি সিলেটের সহসভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক মো খায়রুল হাসান, নারী উদ্যোক্তা সেলিমা সুলতানা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রয়াতের সহধর্মিণী ড নাজিয়া চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, অধ্যাপক কাজী সাইফুল আচপিয়া, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সাংবাদিক আজহার উদ্দিন শিমুল ও ব্যবসায়ী নেতা সোহাগ তাজুল আমিন মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বৃক্ষরোপণের শুরুতে অধ্যাপক ড নাজিয়া চৌধুরী জানান, মইনুদ্দিন আহমদ জালালের জীবনের শেষ বছরটি কেটেছিলো প্রকৃতির সান্নিধ্যে। গাছকে ভালবেসেছেন সন্তানের মতো। ৪/৫ দিন পরপর নিজ হাতে লাগানো গাছ দেখে অভিভূত হয়ে যেতেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলং সফরে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মইনুদ্দিন আহমদ জালাল মৃত্যুবরণ করেন।
জীবদ্দশায় তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সংসদের সভাপতি ও আন্তর্জাতিক নদী অধিকার বিষয়ক সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালক ছিলেন। ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ কর্মী। সদস্য ছিলেন সিলেট ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে যুব আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছেন। মঈনুদ্দিন আহমদ জালাল পৃথিবীর ৩২টি দেশে ৬২টি আন্তর্জাতিক যুব উৎসবে অংশ নিয়েছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply